Mark Andrew Wilson ৩:৫০ AM A+ A- Print Email
অমরত্ব সন্ধানে


হঠাৎ এক স্বপ্ন এসে
জীবন নারিয়ে দিল
অলৌকিক শক্তি বলে
সবই গুলিয়ে গেলো।
মধুর স্বপ্ন ঢেকে গেলো
দুঃস্বপ্নের চাদরে
সুখের স্বর্গ এই বুঝি
ভেঙ্গে গেলো প্রহরে।
কোথায় শুরু, কোথায় শেষ
ভেবেই জীবন পার
এমন জীবন, মরার পরেও
চাহিযে আবার, শুধু বার বার।
মায়ায় ভরা জাদুঘরের
আমিও এক অংশ,
হঠাৎ এক ঝড়ের ছোয়ায়
হবে সব ধ্বংষ।
অমরত্ব সবাই চায়
চার আরও বাঁচতে
এটা শুধু কাল্পনিক
কবিতা আর গল্পে।
বাস্তব আরও কঠিন
নয় কোন গল্প
সবাই জানি, কঠিন এ সত্য
মানুষের আয়ু হলো অল্প।
তবুও সবাই স্বপ্ন দেখি
অমরত্বের সন্ধানে আলো-আঁধারে
অচেনা পথ ধরে, সঙ্গীহীন স্বপ্ন নিয়ে
এগিয়ে যাই একাকী ধীরে.. ধীরে...।

একটি মন্তব্য পোস্ট করুন