Mark Andrew Wilson ২:১৭ AM A+ A- Print Email
আমার যারা নতুন আছি , উইন্ডোজ এক্সপি সেটআপ করতে সমস্যা হয়। কিংবা ভুল হয়। ফলে অন্য কারো সাহায্য বা দোকানে যেয়ে টাকা দিয়ে উইন্ডোজ এক্সপি সেটআপ করে নিতে হয়।
এর ফলে টাকা ও সময় দূটাই নষ্ট হয়। আজ আপনাদের এমন একটি টিঊটরিয়াল দিব , যা দেখে আপনি নিজে নিজে ঘরে বসে  উইন্ডোজ XP  সেটআপ করতে পারবেন। আর যদি কোন প্রকার সমস্যা হয়, তাহলে তো আমি আছি। টিউটোরিয়াল টি সম্পর্ন বাংলাতে যার ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে । তো বন্ধুরা - তাহলে আর দেরিকেন ? নিচের লিংক থেকে দেখে নিন কিভাবে উইন্ডোজ XP সেটআপ করতে হয়।

যদি টিউটোরিয়াল টি ভাল লাগে, বা এ রকম টিউটোরিয়াল আরো পেতে চান! তাহলে অবশ্যই Subscribe করবেন । এবং Sign in করে like দিবেন।

একটি মন্তব্য পোস্ট করুন