মদন পাড়া গাঁয়
শশুরবাড়ী মিষ্টি নিয়ে
সাইকেল চালিয়ে যায়।
বৃষ্টি ভেজা পিছলে রাস্তা
হঠাত সে যায় পড়ে
আশে পাশে তাকিয়ে দেখে
কেউকি কি দেখেছে তারে।
কাদামাখা শরীর নিয়ে
পুকুরে গিয়ে নামে
খাবার ভেবে মাছেরা তার
বেহাল দশা করে।
মিষ্টির হাড়ি আগেই তাহার
গিয়েছে যে ভেঙ্গে
খালি গায়ে জলদি করে
বাড়ি আসে ফিরে।
তখন বলে বৃষ্টির দিনে
যাবো না আর শশুরবাড়ী
আজকে থেকে বৃষ্টির সাথে
করলাম আড়াআড়ি।
তারিখ :
তারিখ :
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন