Mark Andrew Wilson ২:০৭ AM A+ A- Print Email

আশা করি সবাই ভাল আছেন। আমরা যারা ওয়েবসাইটের কাজ করি তারা অবশ্যই Wordpress >>> ওয়ার্ডপ্রেস এর সাথে পরিচিত। অনেকই আমরা জানি ওয়ার্ডপ্রেস সাইটকে কিভাবে বাংলায় রূপান্তর করতে হয়, কিন্তু অনেকই জানেন না। কিন্তু তারা চায় তাদের সাইটও যেন বাংলায় হয়। তাদের কথা চিন্তা করে একটি বিশেষ টিম মিলে একটি প্লাগইন তৈরী করেছে। যা শুধুমাত্র ইন্সটল করলেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি সম্পূর্ন বাংলায় রূপান্তর হয়ে যাবে। তবে নিচে দেখে নিন কিভাবে তা করতে হবে।আশা করি উপকার হবেই এবং অনেক সময় বাঁচবে।

>> ওয়ার্ডপ্রেস কে ১ ক্লিকে বাংলা করতে হলে আগে আপনাকে একটি প্লাগিন ডাউনলোড করতে হবে।
>> প্লাগিনটি ডাউনলোড করে নিচের লিংক থেকে
>> Plugin link hare << (এই লিংক থেকে ফাইলটি ডাউনলোড করুন)
>> তারপর আপনার সাইটের Admin Panel এ প্রবেশ করুন।
>>  এ্যাডমিন প্যানেলে গিয়ে Plugins  নামক লিংকে একটি ক্লিক করুন।
>> এবারর্ Add new Option টি সিলেক্ট করুন।
>>  এবার আপলোড(Upload) Option টিতে ক্লিক করুন।
>> এখন পূর্বে ডাউনলোড করা ফাইলটি .ZIP ফাইলটি আপলোড করুন।
>>  সেটআপ করলেই কাজ শেষ।
>> এবার দেখবেন আপনার প্রিয় ওয়ার্ডপ্রেস সাইট সম্পূর্ন বাংলায় রুপান্তর হয়ে গেছে।
>>  আমার ফেসবুক আইডি : www.facebook.com/mdhamid85
>>  ## কোন সমস্যা হলে আমাকে জানাবেন ##

একটি মন্তব্য পোস্ট করুন