Mark Andrew Wilson ৪:৫০ AM A+ A- Print Email
আমার স্বপ্ন
মোঃ আব্দুল হামিদ

আমি কী হবো,হবো কোন কবি
নাকি কোন শিল্পির,হাতে আঁকা ছঁবি।
কী আমি হবো আমি,ভেবে পাইনা কূল
এই ভেবে সেই ভেবে,প্রতিক্ষণ ছিড়ে ছিড়ে
শেষ করেছি মাথার চুল।
শিল্পি হবো,শিল্পি আমি,আঁকব সবার ছঁবি
ফুল-ফল-লতা পাতা যা কিছুই ভাবি।
গায়ক আমি, গায়ক হব, কণ্ঠে আমার মধু
পৃথিবী আমায় রাখবে মনে ভাবি ‍তাই শুধু।
অভিনয় জানি আমি, অভিনেতা হব
মিডিয়াতে নাম করে বিশ্ব নায়ক হব।
গিতিকার হয়ে আমি লিখব যে গান
গায়কের কণ্ঠে দিয়ে দিব প্রাণ।
জীবণ মানে এক পন্য, সময় আমায় করেছে ধন্য
সর্বদা আমি প্রস্তুত মরনের জন্য
মনে রয়েছে আশার আলো, জালিয়ে হাজারও স্বপ্ন।

একটি মন্তব্য পোস্ট করুন