Mark Andrew Wilson ৫:১১ AM A+ A- Print Email
মাতৃ ভাষার প্রতি অবঙ্গা
মোঃ আব্দুল হামিদ

বাংলা মোদের মাতৃভাষা,সবই গিয়েছি ভূলে
বিদেশী ভাষায় পরচর্যা,ফ্যাশন নামেই চলে।
বাংলা ভূলে কেন আজ ,ইংরেজী নিয়েই থাকি
মাতৃভাষা অচল পয়সা এমন কেন ভাবি।
যে ভাষার তরে লাখো বাঙ্গালী
জীবন করিল বিসর্জন
চেষ্টা সবই ব্যর্থ্য হয়েছে,বর্তমানের অবস্থা এমন।
বিশ্ব বরেন্য খ্যাতিমান যারা
মাতৃভাষারই চর্চায়,হয়েছিল সফল
তবে কেন বাংলা ভাষা,নিষ্ফল অচল।
মিডিয়াতে প্রতিবেদন শিক্ষার অবস্থা
বাংলা নয় English Medium-ই নেবো ব্যাবস্থা
বর্তমানে সকল ,Parents এমনটাই ভাবে
After Finishing Their Study They- চাকরি ভালো পাবে।
মাতৃ ভাষার প্রতি অবঙ্গা শুনতেই লাগে ভয়
আপন ভাষায় আলো জ্বেলে মাতাব বিশ্বময়।

একটি মন্তব্য পোস্ট করুন