Mark Andrew Wilson ৪:৪৯ AM A+ A- Print Email
স্বদেশ
মোঃ আব্দুল হামিদ

ধন্য হলো জীবন আমার,জন্ম নিয়ে এই দেশে
যে দেশের মাটির বুকে সোনার ফসল ফলে।
যেদিক তাকাই সবুজে ঘেরা,এই আমার দেশ
স্বপ্ন দেখার যেখানে নেই কোন শেষ।
যেখানে নদী নালায় ছেয়ে আছে পুরোটা দেশ
ফুলে-ফলে ভরা যেন আমার বাংলাদেশ।
যেথায় শীতের সকালে,মিষ্টি খেজুর রসে
প্রাণ জুরায়ে আসে,এমনটা হয় শূধু আমার বাংলাদেশে।
হেমন্তের পিঠাপুলি,আষাঢ়ে নদীর ঢেউ,বসন্তে কোকিলের গান
ছেলে-মেয়ে-বুরো-জোয়ান সবাই যেথায় সুখী,বলে বেশ
ইহাই আমার মাতৃভূমি আমার স্বদেশ।

একটি মন্তব্য পোস্ট করুন