Mark Andrew Wilson ৫:০০ AM A+ A- Print Email
মুক্তি চাই
মোঃ আব্দুল হামিদ

আমি মুক্তি চাই : সমাজের নিষ্পেশিত কষাঘাত থেকে
দূর্নীতি নামক দানবের থাবা ,
দরিদ্র নামক অনাকাংঙ্খিত জীবন
নেশাগ্রস্ত অভিসপ্ত ঘৃন্যতা থেকে ।
আমি মুক্তি চাই : অভাব নামক মর্মাহত অবস্থা থেকে
অশ্লীলতার ছায়ায় আবৃত সংস্কৃতি
অভিসপ্ত বেকার কর্মহীন হতাশা
সমাজের ভয়ংকর পরিবর্তন খেকে ।
আমি মুক্তি চাই অশিক্ষা-কুসংস্কার নামক রীতিনীতি
অধর্ম নামক ধর্মবিরোধী কার্যকলাপ
লোভ নামক বিবেকহীন মণুষত্ব
মণুষত্ব বিরোধি সকল কার্যকলাপ থেকে ।
আমি মুক্তি চাই : শিক্ষাঙ্গনে সন্ত্রাশ নামক নীরব শাসন
পাপের ভারে অভিসপ্ত শয়তানের প্রকপ
ফ্যশন নামে প্রচলিত অনৈতিক সম্পর্ক
না পাওয়ার বেদনায় ভারাক্রান্ত কষ্ট
মায়ার জালে আবদ্ধ এক ভূবন থেকে ।

একটি মন্তব্য পোস্ট করুন