মোঃ আব্দুল হামিদ
সীমাহীন প্রান্তের শেষে দাঁড়িয়ে
অন্ধকার পথের প্রান্ত ঘেষে
অচেনা এক পথিক,
রয়েছে আলোর অপেÿায়
শুয়ে-বসে কাটাচ্ছে দিন-রাত্রি।
আলো বুঝি এই এসে
সকল আঁধার মুছে দিয়ে,
আলোকিত এক সুন্দর স্বপ্ন
জীবনে দিবে ছড়িয়ে।
ডানা ভাঙ্গা পাখির মত
উড়ার শক্তি হারিয়ে,
অচেনা এক ভয়ের ছায়া
নিচ্ছে আমায় তাড়িয়ে,
যখন তখন মৃত্যু এসে
ধরেেব আমায় জড়িয়ে।
তবুও আমি দাঁড়িয়ে আছি
সীমাহীন প্রান্তকে ছাড়িয়ে,
আলো-আঁধারের খেলার ছলে
সময় যাচ্ছে ফুরিয়ে।
লেখার সময় ঃ ২৭/০২/২০১৩ ইং, রোজ-বুধবার, বিকাল- ০৪.৫০ মিনিট এবং শেষ ৫.৩০ মিনিট।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন