মোঃ আব্দুল হামিদ
হটাৎ সবই থমকে গেলো
আঁধারে নিমজ্জিত হলো জীবন
আলোর সন্ধানে ছুটছে এ মন
পাচ্ছেনা দেখা, যাচ্ছেই খুজে
সহস্র বর্ষ ব্যাপ্তি শেষে
অবশেষে মিলল ,
সেই অমূল্য ধন।
হাজারো রঙ্গে রঙ্গীন সে ধন
বিশেষ পাত্রে বন্দি ও রক্ষিত
অদৃশ্য মায়ার জালে আবৃত চারিধার
বিশেষ শক্তিরই আছে শুধু
প্রবেশের অধিকার,
পাপী কেহই ধারের কাছে
আসতে পারবে না
আসলেই জ্বলবে জানি
হবে ছাই, শেষে নিঃশেষ
এটাই ঠিক, এটাই ঠিক।
অবশেষে সেই ব্যাক্তির অপেক্ষায়
রয়েছে এই অমূল্য ধন।
[ লেখা শুরু ১১.০১.২০১৩ সকাল ১১.০০ এ.এম ও অবেশেষে শেষ ২৩.০১.২০১৩ দুপুর ১.৪৫ পি.এম]
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন