Mark Andrew Wilson ৭:৩২ AM A+ A- Print Email
আঁধারের জীবন
মোঃ আব্দুল হামিদ

আঁধারে কাঁটানো জীবন টুকু
আলোর ছোয়া পেলো
দুঃখ বুঝি দলঁেবধে
আমায় ছেড়ে গেলো।
ছোট ছোট কষ্টগুলো
আজ বেধেছে দানা,
কখন বুঝি সুখের ঘরে
আবার দিবে হানা।
অতীত নিয়ে ভেবে ভেবে
লাভ হবে না কিছু
শুধু শুধূ মাথা ব্যাথা
রইবে পিছু পিছু।
গতকাল যা ছিল
তা আজ নেই
সুখ দুঃখ মিলেই জীবন
বিধাতা ব্যতিত, কারও কোন, হাত নেই।


লেখার তারিখ ঃ ১৮/১১/২০১২ এবং ১০/০১/২০১৩ ইং, সময় ঃ শুরু বিকেল ৪.২০ মিনিট এবং শেষ সকাল ১২.২০ মিনিট।

একটি মন্তব্য পোস্ট করুন