জাতি
মোঃ আব্দুল হামিদ
মোঃ আব্দুল হামিদ
জীবনের মায়া ভূলে গিয়ে যারা,দিয়েছে লক্ষ্ প্রাণ
ভূলিতে পারিনা কখনও তাদের,মনে রাখিয়া
জানাই সম্মান।
লোক আসে লোক যায়,কেই আগে পরে
সবাইকে যেতে হবে,এই দুনিয়া ছেড়ে।
সংগ্রামী জাতি,এইতো সময়,আমরা দামাল ছেলের দল
পরার্থে জীবন বিনিময়,চোঁখে নিশ্বার্থ জল।
এমন জাতি,এমন মোরা,এমন মোদের কাজ
বসু তরে করি অকার্ত জীবন দান,মুখে হাসি তবু অম্লান
ক্ষুদ্র স্বার্থকেও দিতে বিসর্জন,কুন্ঠাবোধ করি নাই
এমন জাতি আমরা সবাই সর্বত্রই যাদের আছে মান।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন