পাথরের দুঃখ
মোঃ আব্দুল হামিদ
মোঃ আব্দুল হামিদ
পাথর নীরবে একাকী কাঁদে
কোথায় ছিলাম আর কোথায়
এলাম যে..........?
পাথরের কান্নায় মন ভাসে আবেগে
পাতালে ছিলাম ভাল ডাঙ্গায় আনল কে?
মেঘের কান্না বৃষ্টি হয়ে ঝড়ে
পাহারের ঝরনা ঝরছে অঝরে,
বিধাতার লীলাখেলা বুঝিবে কে রে !
বোবা বলে কিছু তারা বলেনা ওরে।
বাতাসে সুরের ধ্বনি ঐ ভেসে আসে
সময় হয়েছে আমার ,বিদায় জানাই যে
সকলে বিদায় নেবে কেও আগে পরে
সবাইকে যেতে হবে এই পৃথিবী ছেড়ে।
পাথরের কান্না আর শোনা হবেনা
কী কারণে কাঁদে তারা
কোন সে দুঃখে ,
কোন ভয়ে তারা এত ভীত সংকিত
বোবার ভাষা বুঝেন বিধাতাই যত ।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন