শ্রমিক এর দুঃখ
মোঃ আব্দুল হামিদ
মোঃ আব্দুল হামিদ
অবিশ্রান্ত খাটুনি তবুও পেট পুরে আহার জোটেনা
দিন-রাত্রি সমান চলে তবু মালিকের মন ভরে না।
খাটুনী যতই হোক না বেশি দুঃখ তাতে নাই
পেট পুরে আহার করিয়া বাচিঁয়া থাকিতে চাই।
দরিদ্র মোরা শ্রমিক শ্রেণী খুবই অসহায়
গতর ভাঙ্গাইয়া রোজগার করি তবু আফসোস নাই
সমাজের মোরা অবহেলিত কোন সমাদর নাই
অবজ্ঞা আর নির্যাতনে হৃদয় কাঁদে ভাই।
শ্রমিক হলেও মানুষ,নইতো জানোয়ার
তবু কেন করে তারা জালিমের মত ব্যবহার
কাহজ শেসে চাইলে টাকা বেশি নাহি মেলে
নিত্য দিনের কষাঘাতে জীবন গাড়ি চলে।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন