যুগের সাথে
মোঃ আব্দুল হামিদ
মোঃ আব্দুল হামিদ
যুগের সাথে একই তালে,চলার ইচ্ছে জাগে,
বাঁধাগুলো চূর্ন করে,ভাঁঙ্গতে ভাল লাগে
বাঁধা আমার খেলার সাথী,নিত্য চলার পথে,
শত ঝড়-ঝাপটাতেও অটুট আমি
বজ্রের মত তীক্ষ্ম আমার গতি,
নিরন্তর পথ চলা যুগের সাথে
ক্ষনে ক্ষনে হয় রুপান্তর
রূপান্তরের মাঝেই দেখি আমি
দিগন্তের শেষ দুঃখের দিন
ভালবাসায় হবে পরিপূর্ণ,
যুগের ইতিহাস হবেনা ম্লান
জয়-পরাজয়ের সাক্ষী রবে ধরা।
যুগের সাথে চলতে গিয়ে
দেখেছি শত নক্ষত্র সহস্র তারা
এসবের মাঝেই কেঁটেছে ,
আমার সারাবেলা।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন