Mark Andrew Wilson ৪:৫৬ AM A+ A- Print Email
কোলাহল
মোঃ আব্দুল হামিদ

কোলাহল থেকে একটু দূরে,পাশেই আমার গ্রাম,
মন যখন চাইত আমার,তখনই ছুঁটে যেতাম
মনের টানে ছুটতাম আমি,পিছু ফেলে সব ব্যস্ততা,
চাইনি কখনও এমন আমি,তবু কেন এত স্বল্পতা
কলরব থেকে চেয়েছি মুক্তি,হতে চেয়েছি আমি স্বাধীন,
তবে কেন পিছু ডাকে,কে,আমায়,কেন সারাক্ষন
পাবোকি মুক্তি কোলাহল থেকে,কোথাও হারিয়ে গিয়ে,
সবুজের নীড়ে শান্ত দিঘীর পারে,নাকি কোন নির্জন দ্বীপে
যেথায় সাগরের জল মিশে,একঝাঁক পাখিদের ভীরে

একটি মন্তব্য পোস্ট করুন