একজন বৃদ্ধার আত্মকাহিনী
মোঃ আব্দুল হামিদ
মোঃ আব্দুল হামিদ
কুড়ি ছিলাম ভাল ছিলাম
এখন বৃদ্ধা আমি,
প্রকৃতির নিয়ম
সবার বেলায় সত্য
খুবই দামী।
কুড়ির কালে কত ছেলে ঘুরত পিছে পিছে
বৃদ্ধা এখন দাদি-নানী ডাকে সবাই মিছে।
যৌবন কালে রূপের জালে পড়ত আমার সবাই
সবই যে হারিয়ে যাবে ছিল অজানই।
কুড়ির কালে কত স্বপ্ন ছিল নয়ন জুঁড়ে
বয়স বাড়তেই স্বপ্নগুলো মুছে গেল
এক নিমেষের ঝড়ে।
যৌবন ছিল আশা ছিল স্বপ্ন ছুয়ে দেখি
বৃদ্ধা এখন স্বপ্ন আমার আমড়া কাঠের ঢেকি।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন