এমন আমি নই
মোঃ আব্দুল হামিদ
মোঃ আব্দুল হামিদ
এমন প্রেমিক আমি নই যে,ফুলের মধূ পান করে
পাপড়ি ছিড়ে চলে যায়,অন্য ফুলের সন্ধান্
এমন আমি নই যে,তোমার দূর্বলতার সুযোগ নিয়ে
আমাকে ভালবাসতে বাধ্য করি
তোমার স্বপ্নকে চূরমার করে
নিজের স্বপ্ন গড়ি,নই আমি এমন যে
জোর করে তোমাকে আমার
সাথে জরিয়ে নিতে চাই
অনিচ্ছা সত্বেও ,তুমি আমার
আমি তোমার ,বলবে শুধু তাই।
এমান আমি নই যে
কল্পনাটা বাস্তব হবে,এমন মিথ্যে বলে
পরিশেষে শূণ্য যে ফল,বিশ্বাস যাবে ভেঙ্গে।
কেমন আমি ভেবে দেখ
মুখের ভাষা শেষ,কবিতায় সবই লেখা
বাকি সৃষ্টিকর্তার রহমত অশেষ।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন