Mark Andrew Wilson ৪:২৯ AM A+ A- Print Email
আধুনিক সমাজ
মোঃ আব্দুল হামিদ

আজকের পৃথিবীটা রবে না এমন
সময়ের ঘুর্নপাকে পড়বে যখন।
বদলে যাবে মানুষ ও তার
চলন-বলন-ধরন,
হয়ত সেদিন বলব মোরা
সবকিছু এলোমেলো করল কারা।
আদব-কায়দা শিষ্ঠাচার
সবই যাবে চলে,
অসংখ্য কুসংস্কার ধরবে চোঁখে মেলে
বলবে তারা সবকিছু গিয়েছি মোরা ভূলে।
বলবে তখন মুরুব্বীরা,হচ্ছে একি আজ
সকল মানুষ বলবে তখন
এটাই আধূনিক সমাজ।

একটি মন্তব্য পোস্ট করুন