বোরকা
মোঃ আব্দুল হামিদ
মোঃ আব্দুল হামিদ
বর্তমানে বোরকা পড়া হয়ে গেছে ফ্যাশন
লাল-কালো বাহারী কত যে এমন
ভেতরটা ঢেকে রাখা হলো যার কাজ
বাহিরের সৌন্দর্য দেখে বলি,বাহ!
কী লাগছে আজ।
চোখটা বাহিরে থাকে মুখখানি ঢাকা
লোকে বলে মেয়েটাকে দেখতে চাই একা।
চোখ দেখে মনে হয় চেহারাটা সুন্দর
খুললে কিছু কিছু লাগে যেন বান্দর।
মুখে তার ভরা আছে ব্রোন কিংবা দাগ
তা না হলে বোরকা পরে কী লাভ।
অবশেষে বলছি তাই বোরকাটা ছাড়ো
বিধাতার সৃষ্টি মুখ প্রকৃতিতে মেলে ধরো।
ছেড়ে দিয়ে বোরকা স্বাভাবিক চলো
বলবে তখন লোকে মেয়েটা কী ভালো।
কবিতাটি নয় যে সবার,শুধু ঐ মেয়েদের-
যারা করছে এর ভূল ব্যবহার,প্রেম-ভালবাসা সহ
নানা অপরাধমূলক কার্যকলাপ।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন