চির বিদায়
মোঃ আব্দুল হামিদ
আসিয়াছে আমার মৃত্যূ বারতা(বার্তা)
জীবন ফুরিয়ে এলো
নানা অপরাধে সংকিত আমি
ভালো কাজ এলোমেলো
যেতে হবে দুনয়া ছাড়ি
বিদায় বন্ধু,তবুও ভালো।
বাড়ি-গাড়ি তুচ্ছ এখন
মূল্য কিছুই নাই
সারে তিন হাত মাটির ঘর
গায়ে সাদা কাপড় জড়াই
সুন্দর পৃথিবী তোমাকে,অতৃপ্ত লগনে
চির বিদায় জানাই।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন