বাঁধা
মোঃ আব্দুল হামিদ
মোঃ আব্দুল হামিদ
বাধাঁর মাঝে জীবন ঘেরা,মুক্তি কোথায় পাই
কোন পথে যে মুক্তি পাবো,কেউকি জানো ভাই?
পথটি পেলে বর আমায়,খুব উপকার হয়
মুক্তির সাধ কেমন হবে,অজানাকে জানতেই লাগে ভয়।
তবুও আমি মুক্তি চাই,চাই অজানাকে দেখতে
ভয়ংকর নাকি কোমল পদ্ম,সবই স্বপ্ন নাকি মিথ্যে।
সকল কাজেই বাধা আছে
সমাধানের আছে পথ,খুঁজতে হবে আপন মনে
সাধনায় চাই জোর শপথ।
বাধার ভয়ে আর থেকনা,মুখ লুকিয়ে ওরে
সকল বাধা চূর্ন করে,বিজয়ের বাতি জ্বলাও ঘরে।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন