অজানাকে জানা
মোঃ আব্দুল হামিদ
অজানাকে জানতে হবে
সকল বাঁধা পেরিয়ে,
আঁধারকে তুচ্ছ করে
জ্বালাতে হবে আলোরে ।
ভয় যদি থাকে কভূ
মনের অগোচরে ,
তুচ্ছ বাঁধাও বড় হয়ে
দেখা দেবে তারে ।
জীবনটা নয় কোন ফুলের বাগান
কষ্ট বিনা সুখের লাভ
বিমূর্ত অস্তিত্বহীন নীরাশার সান্নিধ্যের সমান ।
জানার প্রবল ইচ্ছা নিয়েই
অজানাকে জানব ,
বাঁধা মানে খেলার পুতুল
এমন করে ভাঙ্গব ।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন