আবার আসিবো
মো আব্দুল হামিদ
মো আব্দুল হামিদ
আষাড় মাসে বাদলা দিনে,বর্ষা আসে তেড়ে ,
যাসনে তোরা আজকে,ওগো ঘরেরও বাহিরে।
বাতাস যখন বহে তব,গাছের উপর দিয়া ,
কিশোরীর চুলের ন্যায়,পাতা যায় উড়িয়া।
কী সুন্দর চুলের বাহার,দেখতে লাগে বেশ ,
পাতা নড়ে গাছ ও নড়ে,আহা! রূপের নাইকো শেষ।
রূপবতি গুণের রাণী,বর্ষা আমার নাম ,
প্রকৃতি গোসল করানো,এসবই আমার কাম।
প্রতিবছর ঘূরে ঘূরে,এমন সময় আসি ,
ব্যস্ত আমি বাকি সময়,তবুও তোমাদের ভালোবাসি।
সময় হলেই আসবো আমি,চিন্তার কিছু নাই
মেঘের ঝুলি পূর্ণ করিয়া,বার বার আসিবো ভাই।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন