শেষ ঘুম
মোঃ আব্দুল হামিদ
নগ্ন দেহে এলাম সবাই
নগ্ন দেহেই যাবো
যাবার বেলায় সাদা কাপড়
সঙ্গে শুধু পাবো।
ধনি আর গরীবে তফাৎ নাহি কারো
মৃত্যুটা সবার হবে , বাদ যাবেনা কেহ
অবুঝ শিশু ঘূমায় যেমন
তেমন যে ঘূম হবে ,তফাৎ শুধু
জাগবে না আর ,সবই থমকে যাবে।
কখন যে কার ডাক এসে যায়
কেউতো যানেনা,এই ঘুম শেষ ঘুম
হতেও পারে , বলা তো যায় না।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন